প্রিয় শিক্ষাথীরা গত ১২ই মে তোমারা তোমাদের এসএসসি পরিক্ষার রেজাল্ট পেয়েছো। এখন তোমরা নিশ্চয় ভাবছো একাদশ শ্রেণিতে ভর্তি হোবা। বিগত কয়েক বছরের মতো এবারও এসএসসির ফলের ভিত্তিতে কলেজে ভর্তি করা হবে এবং অনলাইন এ ভর্তির আবেদন করতে হবে। তাও আবার ঘরে বসে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। আগামী ২৭ মে থেকে শুরু হচ্ছে বাংলাদেশের এই বছর এর একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন।
দুইটি ধাপ অনুসরন করে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে
- প্রথমে বোর্ড ফি ১৫০ টাকা জমা দিতে হবে।
- অনলাইন এ ভর্তির আবেদন করতে হবে।
পেমেন্ট করার নিয়ম
পেমেন্ট সম্পূন্ন হলে ২য় ধাপ অর্থাৎ অনলাইনে ভর্তির আবেদন করতে হবে। সেজন্য একাদশ শ্রেণির ভর্তির সরকারি ওয়েব এড্রেস https://www.xiclassadmission.gov.bd/ এ যেতে হবে। তারপর সামনে নিচের ফটোর পেজটি ওপেন হবে।
এরপর Apply Now ওপশানে ক্লিক করতে হবে। তারপর নিচের পেজটি ওপেন হবে।
তারপর রোল নম্বর, বোর্ড, পাশিং ইয়ার, রেজিষ্ট্রেশন নম্বর সঠিকভাবে পূরন করে NEXT বাটনে ক্লিক করতে হবে।এরপর নিচের পেজটি ওপেন হবে। Personal Information এ নাম, পিতার নাম, মাতার নাম, জিপিএ সঠিক ভাবে মিল রেখে সঠিক মোবাইল নম্বর দিতে হবে। এরপর NEXT বাটকে ক্লিক করলে নিচের ফটোর অপশানটি ওপেন হবে।- 1 নম্বর থেকে বোর্ড সিলেক্ট করকে হবে।
- 2 নম্বর থেকে জেলা অর্থাৎ যে জেলার কলেজে ভর্তি হতে চান।
- 3 নম্বর থেকে থানা সিলেক্ট করতে হবে এবং
- 4 নম্বর থেকে কলেজ সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি যে কলেজে ভর্তি হতে চান।
এভাবে সর্বোচ্চ ১০ টি ও সর্বনিম্ন ৫ টি কলেজ সিলেক্ট করতে পারবে।
পছন্দের কলেজ সিলেক্ট করা সম্পূন্ন হলে এবার আবেদনকৃত কলেজসমূহের তথ্য ও পছন্দক্রম দেখে SUBMIT APPLICATION বাটনে ক্লিক করুতে হবে।এপ্লিকেশন সাবমিট হলে ব্যবহার করা কনট্রাক নম্বরে একটি কোড যাবে।সেই কোড সংরক্ষন করে রাখতে হবে।কোনো ক্রমেই হারানো যাবে না। এর পর print version এ ক্লিক করে print করে নিতে হবে।
| পর্যায় | আবেদন এর সময় | ফলাফল প্রকাশ | কনফর্ম |
|---|---|---|---|
| ১ম পর্যায় | ২৬মে - ১১ জুন | ২৩ জুন | ২৪জুন থেকে - ২৯ জুন |
| ২য় পর্যায় | ৩০ জুন - ৭ জুলাই | ৪ জুলাই | ৫ জুলাই - ৮ জুলাই |
| ৩য় পর্যায় | ৯ জুলাই - ১০ জুলাই | ১২ জুলাই | ১৩ জুলাই - ১৪ জুলাই |
শিক্ষাথীরা বুঝতেই পারলে তাহলে কিভাবে ঘরে বসে অনলাইনে তোমাদের কলেজ এর আবেদন করবে কোনো ঝামালা ছারাই।চাইলে তোমরাও তোমাদের ভর্তির আবেদন নিজ ফোন থেকে করতে পারো।কোনো সমস্যাই পরলে আমাদের ওয়েবসাইট এ কমেন্ট করতে পারো আমরা সাহায্য করবো।



